প্রিন্ট এর তারিখঃ Jan 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 10, 2025 ইং
সিদ্ধিরগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ কারবারী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জিহাদুল ইসলাম (২০) নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি কক্সবাজারের টেকনাফ থানার জিয়াউর রহমানের ছেলে। সে বর্তমানে পাইনাদী নতুন মহল্লা সংলগ্ন পিএমএর মোড়ের ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় নাসিক ১নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা শাপলা চত্ত্বর এলাকা হতে এই কারবারি গ্রেফতার হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত কারবারি গ্রেফতার করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট